তুরষ্ক প্রবাসী, আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সকাল নিউজ সম্পাদক শিহাব আহমেদ-এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম-বড়খাতায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ যোহর (দুপুর ২ টায়) বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া ৯ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাগতভাবে তিনি ছিলেন একজন সেনা সদস্য (অবসরপ্রাপ্ত)। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশ মাতৃকার মুক্তির জন্যে অকুতোভয় এই বীর জীবন বাজি রেখে সমুখসমরে অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো।
জনাব আব্দুল আজিজ মিয়ার আকস্মিক প্রয়াণে তাঁর পরিবারসহ বড়খাতা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বিশিষ্টজন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সকাল নিউজ পরিবার, শিহাব মার্ট পরিবার, দ্য অটোম্যান গ্রুপ ও শিহাব গ্রুপ অফ কোম্পানি পরিবারসহ এলাকার বিভিন্ন পর্যায়ের সংগঠন-প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
পিতার আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত শিহাব আহমেদ বলেন, ‘মাকে হারিয়েছি ১৯৯৭ সালে। গতকাল বাবাকেও হারিয়ে এতিম হয়ে গেলাম। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহপাক যেন জীবনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।’


