ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে এবং ভয় তত কেটে যাবে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ভোট যত কাছে আসবে, সব ভয় কেটে যাবে এবং সবাই খুশি মনে ভোটে অংশগ্রহণ করবেন।’
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি। দেশে প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের সবার জন্য একটি আদর্শ হয়ে থাকবে। গত ৫৪ বছরে যে জিনিসটা হয়নি, আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। কেননা আমাদের প্রধান উপদেষ্টা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমরাও সেই একই প্রতিশ্রুতিকে ধারণ করি।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘যত দিন যাবে, এটা আরো উন্নত হবে এবং ভয় তত কেটে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের সিস্টেমটার আরও ডেভেলপ করবে এবং আগামীতে যখন নির্বাচন হবে, এটা তখন আরো উন্নততর হবে। এর আওতা আরও বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গতকাল আমরা যে বৈঠক করেছি, সেখান থেকে এসে জাতিকে আমরা জানিয়েছি যে সুন্দরভাবে একটি ভোটের আয়োজন করতে আমরা সবাই মিলে কাজ করব এবং ইনশাআল্লাহ সেটাই হবে।’
সিইসি বলেন, ‘দেশে ভোট একটা উৎসবের মতো করে অনুষ্ঠিত হবে। বর্তমানে ইসির প্রতি মানুষের আস্থা তো আছেই, ভবিষ্যতে তা আরো বাড়বে। কারণ সবাই দেশের ভালো চায়, একটা সুষ্ঠু নির্বাচন চায়।’
সকাল নিউজ/এসএফ



