রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও দ্য ডইেলি স্টার র্কাযালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৩১ জনকে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ৩১ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় হামলা, ভাঙচুর করে। এসময় তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রথম আলোর কার্যালয়।
সকাল নিউজ/এমএম



