লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় এক জমিরন বেগম (৫৫) নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে আনুমানিক ৭টার দিকে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণির স্ত্রী জমিরন বেগম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়ীমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনের ওপর চলে আসেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কম শুনতেন বলে জানা গেছে। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান জমিরন বেগম।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।


