এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মেগা ফাইনাল ম্যাচটি। দীর্ঘ প্রতীক্ষার পর দুই দলের এই লড়াইকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে।
৪১ বছর অপেক্ষার প্রহর ডিঙ্গিয়ে অবশেষে দুবাইয়ে হতে যাচ্ছে কাঙ্ক্ষিত মেগা ফাইনাল। কে জিতবে স্নায়ুর এই লড়াই? টকশোতে গণক বনে যাওয়া সঞ্জয় মাঞ্জরেকার কিংবা শোয়েব আখতার নন; এআইও দিচ্ছে ফাইনালের ফলাফলের সম্ভাব্য আগাম সমীকরণ।
গুগল জেমিনির উত্তর, ‘এই ম্যাচের ভবিষ্যদ্বাণী করা অবিশ্বাস্য রকমের কঠিন। কারণ, চাপ ও প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই অপ্রত্যাশিত ফলাফলের দিকে যায়। তবে সম্ভাব্য বিজয়ী ভারত।’ সামগ্রিক বিবেচনায় অধিকাংশ ক্রিকেটপ্রেমী ও বোদ্ধা-ভক্তদের ভবিষ্যদ্বাণী হলো ভারতই জিতবে ফাইনাল। ব্যাটিং গভীরতা, বোলিং বৈচিত্র্য এবং গতির দিক থেকেও এগিয়ে তারা।
ভারতের জয়ের সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। পাকিস্তানের ৩০ থেকে ৪০ শতাংশ। তবে একটি বা দুটি টার্নিং ওভার বদলে দিতে পারে অনেক কিছু।’ এআই আবার বিস্তারিত কিছু বর্ণনা দিয়েছে আজকের ফাইনাল ঘিরে। ‘দুবাইয়ের পিচ রান তাড়া করার জন্য ভালো। এখানে পাওয়ার প্লেতে যদি আশির ওপর রান ওঠে, তাহলে ১৭০ রানের মতো তাড়া করতে হতে পারে। সে ক্ষেত্রে ভারত ১৮ থেকে ১৯ ওভারের মধ্যে সেই রান তাড়া করে ৬ থেকে ৭ উইকেটে ম্যাচ জিতে যাবে।’ কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিশ্লেষণ করেছে সাম্প্রতিক ডেটা নিয়ে। তবে এই ম্যাচের আবেগ স্পর্শ করা তার পক্ষে হয়তো সম্ভব নয়।
গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান অধিনায়কের হ্যান্ডশেক না করা নিয়ে যে মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়েছে এই আসরে, তা কী করে বুঝবে এআই। জোড়া হারের পর পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে যে ক্ষুধা থেকে গেছে, সেটাই বা কীভাবে ধরতে পারবে চ্যাটজিপিটি। সুতরাং পারফরম্যান্সে আজকের ফাইনালে ভারত অনেকটা এগিয়ে থাকলেও অতীত কিন্তু সায় দিচ্ছে পাকিস্তানকে।
৪১ বছরের টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। আয়োজকরা বহু চেষ্টা করেছিলেন এমন একটি ম্যাচের। কিন্তু আজহারউদ্দিন-আমির সোহেল কিংবা শচীন টেন্ডুলকার-ওয়াসিম আকরামদের নিয়ে ফাইনালের টস করার স্বপ্ন কখনও বাস্তবে রূপ নেয়নি।
১৬ বারের আসরে আটবার শিরোপা জিতছে ভারত; পাকিস্তান জিতেছে মাত্র দুবার। ওডিআই ফরম্যাটের স্বর্ণযুগেও এশিয়া কাপে এ দুই প্রতিবেশীকে একসঙ্গে ফাইনালে টানা যায়নি। টি২০ আসরেও নয়; বরং এই ফরম্যাটে আইপিএল জমানার ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। গ্রুপ পর্বে যেমনই হোক না কেন, ফাইনালের মঞ্চে এলেই বারবার ভারতের সামনে ভয়ংকর হয়ে ওঠে দলটি।
সেই অতীতের গর্বেই কিনা এবারও ফাইনালে ওঠার পরই পাকিস্তান অধিনায়ক সালমান আগার মৃদু হুঁশিয়ারি, ‘আমরা জানি, ফাইনালে আমাদের কী করতে হবে। আমরা যে কোনো দলকে হারানোর মতো ভালো দল। ফাইনালেও ওদের হারাব।’ শাহিন শাহ আফ্রিদির সংক্ষিপ্ত বার্তা, ‘আমরা তৈরি ফাইনালের জন্য।’
সকাল নিউজ/এসএফ