বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি বাংলাদেশে থাকবেন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এসময় তারেক রহমান নির্বাচন, রাজনীতি এবং অন্য বিষয় নিয়েও কথা বলেন।
ক্ষাৎকারে তারেক রহমান বলেন, এবারে যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই নির্বাচনের সময় তিনি জনগণের সঙ্গেই থাকবেন। তিনি আরও বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন।
নির্বাচনে অংশ নিচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে ৫৮ বছর বয়সী তারেক বলেন, ‘জ্বি.. ইনশাআল্লাহ।’
বিগত আওয়ামী লীগ সরকারের সময়, অনুপস্থিত থাকায় তিনি পাঁচটি ভিন্ন মামলায় দÐিত হন এবং তার বিরুদ্ধে প্রায় ১০০টি মামলা করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান। বর্তমানে তার বিরুদ্ধে কোনো পেন্ডিং মামলা নেই।
উল্লেখ্য, এক-এগারো বলে পরিচিত সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান।
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল তারেক রহমানের এই সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ সোমবার সকালে প্রকাশ করা হয়। দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার।