পর্যটন এলাকা সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার।
আজ সোমবার বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন। অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে, দুর্ঘটনা ঘটার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিমের এই কর্মকর্তা।
জানা গেছে, এদিকে আজ সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১ হাজার ১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৩১ জানুয়ারি পর্যন্ত রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।
সকাল নিউজ/এমএম


