হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সে গতকাল বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে লাগা এ অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ ৫৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫১ জনের। বাকি চারজন হাসপাতালে মারা যান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এসব তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১২৩ জন। যারমধ্যে ৮ জন ফায়ার কর্মীও রয়েছেন। এর আগে ফায়ার সার্ভিস ২৭৯ জন নিখোঁজের তথ্য দিয়েছিল।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে। আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলে।
এদিকে অগ্নিকাÐের ঘটনায় এখন পর্যন্ত তিনজন কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version