এ বছর বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল অহন পাণ্ডে-অনীত পাড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’। যদিও বছর শেষে চমক দেখাল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। ব্যবসার নিরিখে প্রথম দিনেই ভেঙে দিল ‘সাইরার’র রেকর্ড।
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন ‘ধুরন্ধর’-এর আয় হয়েছে ২৭ কোটি রুপি। যেখানে ‘সাইয়ারা’ প্রথমদিন মোটে ২১ কোটি রুপি ব্যবসা করছিল। রণবীরের সিনেমাগ্রাফ অনুযায়ী ‘পদ্মাবত’ আয় করেছিল। আর ‘সিম্বা’র খাতা খুলেছিল ২০.৭২ কোটি দিয়ে। পরে ৩৯০ কোটি রুপি ব্যবসা হাঁকিয়ে ক্ষান্ত হয় রণবীরের এই পুলিশি ড্রামা।
তেইশ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি’ ওপেনিং ইনিংসে আয় করেছিল ১১.১০ কোটি রুপি। এবার ‘ধুরন্ধর’ দিয়ে বক্স অফিসে দাপুটে প্রত্যাবর্তন অভিনেতার।
রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে করোনাকাল থেকেই খানিকটা ভাটা পড়েছিল। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন।
এদিকে স্বামীর সাফল্যে গর্বিত দীপিকা পাড়ুকোনের বলেন, “ধুরন্ধর’ দেখলাম। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের সিনেমার প্রতিটা মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা রইল।’
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন অর্জুন রামপাল, সৌম্য ট্যান্ডন, নবীন কৌশিক, মানব গোহিল, ডেনিশ প্যান্ডরসহ অনেকে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।
সকাল নিউজ/এসএফ


