বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে অন্তরালে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। তবে নেটদুনিয়ায় সরব রয়েছে গ্ল্যামারাস এই চিত্রনায়িকা। এরই মধ্যে তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়ে নতুন গুঞ্জন।
প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নাকি শেষ। এমন খবরে রীতিমতো তোলপাড় নেটদুনিয়া। অবশ্য এর যথেষ্ট কারণও রয়েছে, হঠাৎ করেই ফেসবুকে ভেসে ওঠে একটি অডিও, যেখানে শোনা যায় ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে ববির ব্যক্তিগত কথোপকথন।
এই অডিওতেই ইঙ্গিত মিলেছে- সনেটের পর বাশারের সঙ্গে নাকি ববির প্রেমের পাতায় ছিল নতুন অধ্যায়। কথাবার্তায় যেমন ভালোবাসার স্বীকারোক্তি, তেমনই আছে অভিমান–অভিযোগও। অডিও শুনে এটুকু স্পষ্ট, ববি ও বাশার প্রেমের সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন।
যদিও এই অডিও সম্পর্কের মধ্যে বেশকিছু অভিযোগ এনেছেন ববি। বাশারকেও প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে। ফাঁস হওয়া অডিওতে নায়িকা একাধিকবার বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’ বলে দাবি করেছেন।
ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে নায়িকা দাবি করেছেন, এসব আলাপচারিতা সাম্প্রতিক নয়। অন্তত দুই তিন বছর আগের। এমনকি অডিওটি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে।
এ বিষয়ে ববির দাবি, কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছেন। এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। লক্ষ্য করবেন, এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। তবে অডিও শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।
সকাল নিউজ /এসএফ


