শ্রীলঙ্কাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর ফলে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো ওয়াসিম-ওয়াকারের উত্তরসুরীরা।
মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা থেকে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের প্রথম বল থেকেই ব্যাটিংটা ভালো হয়নি শ্রীলঙ্কার।
সুপার ফোরে বাংলাদেশের কাছে হারা লঙ্কানরা ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার কুশল মেন্ডিসকে (০) হারায়। তাঁকে শর্ট মিডউইকেটে ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১তম বারের মতো প্রথম ওভারেই উইকেট নেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি।
৮ ওভারের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ২৮ রান দিয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আফ্রিদি। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন কামিন্দু মেন্ডিস। ৪৪ বলের ইনিংসে তিনটি চারের পাশাপাশি দুটি ছয় মেরেছেন তিনি। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কাকে থামায় ১৩৩ রানে।
জবাবে ব্যাট হাতে নেমে ১৮ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার ইনিংসে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহিশ থিকশানা (৪-০-২৪-২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪-০-২৭-২)। দুজন মিলে পাকিস্তানের শীর্ষ চার ব্যাটারকে ফেরান। চামিরা নেন একটি উইকেট।
তবে মাঝের বিপর্যয় কাটিয়ে পাকিস্তানকে জয়ের পথে রাখেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত ৩০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। নওয়াজ খেলেন ২৪ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। শুরুতে সাহিবজাদা ফারহান ২৪ রান করে আউট হন। পাকিস্তান লক্ষ্য তাড়া করে ১৮তম ওভারে ১৩৮ রান তুলে নেয়। ফলে হাতে থাকে ১২ বল।
লঙ্কানদের হারের পর বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাবটা একটু তো কঠিন হয়েই গেছে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের একটি তো জিততেই হবে। একই সঙ্গে নেট রান রেটটাও বাড়িয়ে নেওয়ার দিকেও নজর রাখত হবে।
সকাল নিউজ/এসএফ