জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘তিস্তা চ্যাম্পিয়ন লীগ-২০২৫’ ফুটবল টুর্নামেন্ট। লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা কলেজ আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে ঢাকার বুকে যেন একখণ্ড লালমনিরহাটের দেখা মিলে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনীর মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভসূচনা হয়। আজকের উদ্বোধনী খেলায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলার ৫টি উপজেলা দল। অংশগ্রহণকারী উপজেলাগুলো হচ্ছে- লালমনিরহাট সদর, আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম।

প্রথম দিনের প্রথম খেলায় আদিতমারী উপজেলার মুখোমুখি হয় কালীগঞ্জ উপজেলা। দু’দলের হাড্ডহাড্ডি লড়াইয়ে আদিতমারী উপজেলা দলকে ২-১ গোলে হারায় কালীগঞ্জ উপজেলা দল। অসরের দ্বিতীয় ম্যাচে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা দলের খেলোয়াড়রা পাল্টাপাল্টি অক্রমণে উপস্থিত দর্শকদের প্রাণবন্ত শৈল্পীক ফুটবল উপহার দেয়।
শেষ পর্যন্ত কোনো দলই প্রতিদ্বন্ধীজালে বল জড়াতে পারেনি। তুমুল উত্তেজনাকর এ ম্যাচটি ০-০ ব্যবধানে শেষ হয়। দর্শকের উল্লাস, খেলার গতি এবং প্রতিটি আক্রমণে গ্যালারিতে থাকা শতশত সমর্থকের চিৎকার, সব মিলিয়ে হৃদয়গ্রাহী এই ফুটবল রূপ নেয় এক গ্রামীণ ক্রীড়া উৎসবে।

উদ্বোধনের দিনে তৃতীয় ম্যাচে অংশ নেয় কালীগঞ্জ ও লালমনিরহাট সদর উপজেলা দল। এ ম্যাচে উভয় পক্ষ গোলের দেখা পেলেও খেলা শেষ হয় ১-১ ব্যবধানে। প্রতিটি ম্যাচেই উপজেলা দলের খেলোয়াড়রা নিজ নিজ দলকে এগিয়ে নিতে প্রাণপণ লড়াই করে। তাদের নান্দনিক খেলা দেখতে ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উপস্থিতি মাঠে ভিন্ন এক আমেজ তৈরি করে।

আয়োজকরা জানান, লালমনিরহাট জেলা থেকে আগত ঢাকা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করতেই এ আয়োজন। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা কলেজের সভাপতি ফিরোজ রাব্বি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার আয়োজন তরুণ সমাজকে সুস্থ রাখবে এবং একে অপরের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করবে।’ তিনি আরও বলেন, ‘আজকের এ খেলার মাধ্যমে আমরা লালমনিরহাট জেলার সকল অগ্রজ ও অনুজরা একত্রিত হয়েছি যা খুবই আনন্দদায়ক। টুর্নামেন্টকে ঘিরে ঢাকা কলেজ প্রাঙ্গণ লালমনিরহাটবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে।’

লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ, ঢাকা কলেজের সাধারণ সম্পাদক পলাশ রানা, বলেন, ‘শুধু বিনোদন নয়, আজকের এই খেলার মাধ্যমে লালমনিরহাট জেলা বাসীর বহুল আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়।’ তিনি বলেন, ‘আমরা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে নিজ জেলার রাজনৈতিক এবং উচ্চ মহলের ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করেছি, যেন এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে স্মারকলিপিও প্রদান করবো।’

আজকের খেলায় অংশগ্রহণকারীদের অনুভূতি জানতে চাইলে লালমনিরহাট জেলার হাতীবান্ধার উপজেলা থেকে ঢাকা কলেজে অধ্যায়নরত বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেন বলেন, আমাদের ছাত্রকল্যাণের এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসনীয়। আমরা স্বতঃস্ফূর্তভাবে এ খেলায় অংশগ্রহণ করেছি। আশা করছি ‘তিস্তা চ্যাম্পিয়ন লীগ’-ট্রফি আমরা অর্জন করবো।

উল্লেখ্য, ‘তিস্তা চ্যাম্পিয়নস লীগ’ নামে এবারই প্রথম ঢাকা কলেজে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version