‎১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় লালমনিরহাটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ওয়ারিয়র্স অফ জুলাই, লালমনিরহাট-এর আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ ইসলাম।

‎অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

‎দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সাহরিয়ার কবীর, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. মমিনুল হক, লালমনিরহাট-৩ থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের এবং লালমনিরহাট-৩ থেকে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম।

‎এ ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং ওয়ারিয়র্স অফ জুলাই সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version