যারা চাঁদ ভালোবাসেন তাদের জন্য সুখবর! চলতি মাসের ৭ অক্টোবর দেখা যাবে বছরের প্রথম পূর্ণিমা, যাকে সুপারমুনও বলা হয়। এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। যার ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখায়।
শনিবার ৪ অক্টোবর জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) অনুসারে, ৭ অক্টোবর বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বে দৃশ্যমান হবে বছরের প্রথম সুপারমুন।
সুপারকো কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবরের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। সেই রাতে, চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২৪ হাজার ৫৯৯ মাইল (৩ লাখ ৬১ হাজার ৪শ কিলোমিটার) দূরে থাকবে। এটি ১১ মাসের মধ্যে প্রথম সুপারমুন হবে, শেষটি ২০২৪ সালের নভেম্বরে দেখা গিয়েছিল।
এই ঘটনার পর, ২০২৫ সালের ৫ নভেম্বর এবং ৫ ডিসেম্বর আবারও সুপারমুন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। চতুর্থটি ২০২৬ সালের জানুয়ারির শুরুতে ঘটবে, যদিও এটি ২০২৫ সালের সুপারমুন চক্রের অংশ হিসেবে গণনা করা হবে না। গড়ে, প্রতি বছর তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, যখন একটি সুপারমুন দিগন্তের কাছাকাছি ওঠে, তখন এটি একটি দৃষ্টি বিভ্রমের কারণে খালি চোখে আরও বড় দেখা যেতে পারে। এমন ঘটনা যা শতাব্দী ধরে আকাশ-পর্যবেক্ষকদের মুগ্ধ করে আসছে।
সকাল নিউজ/এসএফ


