দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

এসময় তিনি আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই ক্ষমতায় গিয়ে সকল দাবি পূরণ করবে।’

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করতেও এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version