শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে। বিচারের মুখোমুখি থাকা সত্ত্বেও তিনি (শেখ হাসিনা) ভারতে বসে উস্কানিমূলক ও অস্থিতিশীল বক্তব্য দিয়ে চলেছেন। ন্যায়বিচারের জন্য অন্তর্বর্তী সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।’
নিউইয়র্কে বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক হয়।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বাংলাদেশকে সার্ক ও আসিয়ানের মধ্যে প্রধান সেতুবন্ধন হিসেবে দেখতে চাই। আসিয়ানের সঙ্গে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আমাদের আবেদন পূর্ণ সদস্যপদের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের বিদেশ নীতি সম্পর্কে জানতে চান। বৈঠকে দুই নেতা বাংলাদেশে সাধারণ নির্বাচন, বিচার, সংস্কার, রোহিঙ্গা সংকট এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ ব্যবহার-সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল পরিবর্তনশীল।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকে বাংলাদেশে সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুদেশের বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন। এর উদ্দেশ্য বাংলাদেশে ইতালির বিনিয়োগ বাড়ানো। নিউইয়র্কে বুধবার এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে নির্বাচন, অভিবাসন নিয়ে চ্যালেঞ্জ, রোহিঙ্গা সংকট এবং আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী মেলোনির বাংলাদেশে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে।
কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি বুধবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। একটি হোটেলে এ বৈঠকে অভিবাসন, বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। এ আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।
সকাল নিউজ/এসএফ