এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর গড়তে পারেননি। শেষ সময়ে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
লিটন বাহিনীকে সুপার ফোর উঠতে নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। কেননা, একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কিন্তু সেটিতো হয়ইনি, বরঞ্চ, ৩২ বল হাতে রেখে বাংলাদেশকে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারানো শ্রীলঙ্কার নেট রান রেট +২.৫৯৫। +৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট –০.৬৫০।
শামীম হোসেনের করা ১৫তম ওভারে চতুর্থ বলে ২ রান নিয়ে শ্রীলঙ্কাকে জয়ে এনে দেন কামিল মিশারা। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন মিশারা।
সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫, তুষারা ১/১৭, চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*; মেহেদী ২/২৯, তানজিম ১/২৩, মোস্তাফিজ ১/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা।
সকাল নিউজ/এসএফ


