আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বিপিএল নিলাম। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিপিএলের ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়।
জানা গেছে, দেশীয় ১৫৮ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ছয় ক্যাটাগরিতে ক্রিকেটারের ভাগ করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন- লিটন দাস, তানজিদ তামিম এবং নাঈম শেখ। তাদের ভিত্তিমূল্য ০ লাখ টাকা করে। এই ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটারকে দলে নিতে হবে প্রতি ফ্র্যাঞ্চাইজির। যারা ওই ক্যাটাগরি থেকে অগ্রিম খেলোয়াড় কিনেছে তাদের না কিনলেও চলবে।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন- মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ, পারভেজ ইমন, তানজিম সাকিব, সাইফউদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি, মাহিদুল অঙ্কন, জাকের আলী এবং সৌম্য সরকার। তাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা করে। অন্তত ৩ জন ক্রিকেটার কিনতে হবে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে (অগ্রিম ক্রয় বাদে)।
‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন- আফিফ হোসেন, আবু হায়দার, এবাদত হোসেন, মাহমুদুল জয়, মোহাম্মদ মিঠুন, নাহিদ রানা, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান, রনি তালুকদার, তাইজুল ইসলাম, আকবর আলী, মাহফিজুল রবিন, সাব্বির রহমান, এনামুল বিজয়, জাকির হাসান, মুমিনুল হক, রিপন মন্ডল এবং সাদমান ইসলাম। তাদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। অন্তত ৩ জন ক্রিকেটার কিনতে হবে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে (অগ্রিম ক্রয় বাদে)।
‘ডি’ ক্যাটাগরি রয়েছেন- মুকিদুল মুগ্ধ, নাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, নাজমুল অপু, রেজাউর রাজা, সুমন খান, জিয়াউর রহমান, আলাউদ্দিন বাবু, অমিত হাসান, হাসান মুরাদ, রুয়েল মিয়া, আবু হাশিম, তোফায়েল আহমেদ, নাসির হোসেন, কামরুল রাব্বি এবং আরাফাত সানি। তাদের ভিত্তিমূল্য ১৮ লাখ টাকা। অন্তত তিন জন ক্রিকেটার কিনতে হবে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে (অগ্রিম ক্রয় বাদে)।
‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন- ফজলে রাব্বি, ইরফান শুক্কুর, সৈকত আলী, নাহিদ উজ্জামান, রবিউল হক, শফিউল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, সানজামুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম বিপ্লব, এনামুল জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, আসাদুজ্জামান পায়েল, ইমরানুজ্জামান, মাহফুজুর রাব্বি, মারুফ মৃধা, মেহেদী রানা, মুশফিক হাসান, নাঈম ইসলাম, প্রিতম কুমার, রাহাতুল ফেরদৌস, সাজ্জাদুল হক, সালাউদ্দিন শাকিল, সালমান হোসেন, সাব্বির হোসান, শাহাদাত দিপু, শামসুর রহমান, তাইবুর রহমান, আব্দুল গাফ্ফার, আরিফুল ইসলাম, আশিক রহমান শিবলি, মেহরাব হাসান এবং পারভেজ জীবন। তাদের জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৪ লাখ টাকা। অন্তত ২ জন ক্রিকেটার নিতে হবে (অগ্রিম ক্রয় বাদে)।
‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন- আবু জায়েদ, অমিত মজুমদার, মাহমুদুল হাসান, মার্শাল আইয়ূব, সাব্বির শিকদার, আব্দুল মজিদ, এনামুল, শাফিউল ইসলাম, তানভীর হায়দার, মেহেদী মারুফ, মিজানুর রহমান, মহিউদ্দিন তারেক, মুনিম শাহরিয়ার, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর, আহরার আমিন, আইচ মোল্লা, হুসনা হাবিব, আরিফুল আকাশ, আসাদুল্লাহ আল গালিব, আজমির আহমেদ, গাজী তাহজিবুল, ইফরান হোসেন, জসিমউদ্দিন, মাসুম খান, খালিদ হাসান, সোহেল রানা, নাঈম ইসলাম, শিহাব জেমস, মেহেদী সোহাগ, মেহরাব জোসি, শাকিল আহমেদ, মোহর শেখ, মঈনুল ইসলাম, মনির খান, মাইশুকুর রহমান, নাঈম শাকিব, নাঈমুর রহমান। তাদেরভিত্তিমূল্য ১১ লাখ টাকা। এই ক্যাটাগরি থেকে খেলোয়াড় কেনার বাধ্যবাধকতা নেই।
সকাল নিউজ/ এসএফ


