তিন দফা দাবিতে তিন দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
পূর্ব ঘোষিত দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায়,
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে। আজ মঙ্গলবার শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এ বিষয়ে গতকাল সোমবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার বলেন, ৩ দফা দাবিতে সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সরকারের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় কর্মসূচি জোরদার করতে বাধ্য হয়েছি।
শাহীনূর আকতার আরও বলেন, গত ১ নভেম্বর তারা সংবাদ সম্মেলন করে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু এর মধ্যে সরকার কোনো উদ্যোগ দেখায়নি। তাই ন্যায্য তিন দফা দাবি আদায়ে কর্মসূচি সফল করতে সারা দেশের সহকারী শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু করবেন সহকারী শিক্ষকরা।


