অনেক কাজ করা হয়েছে, যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমি অনেক কাজ করছি, ফল ইতিহাসে থেকে যাবে। দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে তা যদি পরবর্তী সরকার অব্যাহত রাখে তবে সাধারণ মানুষ সঠিক ন্যায়বিচার পাবে।
বুধবার বিকালে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমরা প্রায়ই শুনি-‘আপনি কী করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে কাজটি চোখে দেখা যাবে। আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা চালু হলে দেশে চলমান মামলার জট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পারিবারিক ও সামাজিক বিরোধের দ্রুত সমাধান সম্ভব হবে। এছাড়া সাধারণ মানুষ এ ব্যবস্থার মাধ্যমে অর্থ, সময় ও মানসিক চাপ বাঁচিয়ে সহজে সমাধান পাবে। এই নতুন পদক্ষেপ আইন, বিচার ও প্রশাসনে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে, যা ভবিষ্যতে দেশের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলবে।
অনুষ্ঠানে আইনগত সহায়তা প্রদান আইনের সাম্প্রতিক সংস্কার বিষয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান বক্তব্য রাখেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিচারক, আইনজীবী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সকাল নিউজ/এসএফ