ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ঢাবি এলাকা জুড়ে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানিয়েছেন, গত ১০ দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো ছিল, নিরবাচনের দিনও ভালো থাকবে। নির্বাচনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ১০ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় সময় আরো বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না বলেও সকলকে আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিনও এখানে ডিএমপির এক হাজার ৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ডাকসু নির্বাচনে দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়া র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সকল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন নিষিদ্ধের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে সোমবার রাত ৮ টা থেকে ১১ তারিখ দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।’
তিনি আরো বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ক্যাম্পাস পুরো নিরাপত্তার চাদরে ঢাকা আছে। আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতের নাগালেই পাবেন। তাই অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।’
সকাল নিউজ/এসএফ