লালমনিরহাটের পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে পাটগ্রাম হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। পরে মানবন্ধন শেষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, নানা সংকটের মধ্য দিয়ে চলছে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। ৩ লাখ মানুষের জন্য গড়ে ওঠা এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে চিকিৎসক, সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সমস্যাসহ নানাবিধ সমস্যার কারণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে উপজেলাবাসী প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন প্রতিনিয়ত।
বক্তারা আরও বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সটিকে
নামে ৫০ শয্যায় উন্নীত করা হলেও পর্যাপ্ত জনবল নেই। পদ থাকলেও নেই সার্জারি, নাক, কান, গলা ও চক্ষু কনসালটেন্ট। পদগুলো এ পর্যন্ত খালিই রয়েছে। চিকিৎসকের পদ আছে ৩১টি, কর্মরত মাত্র ৩ জন। এছাড়া ৩৪ জনের নার্সের নিয়মিত সেবাদানের কথা থাকলেও উপস্থিত হচ্ছেন মাত্র ১৫ জন।
এদিকে, জরুরি সেবার জন্য ডিজিটাল এক্সরে মেশিন, আট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি যন্ত্র, অপারেশন থিয়েটার রেডি আছে। কিন্তু জনবল সংকটে তা সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নানান সংকটের মধ্য দিয়ে চলছে পাটগ্রাম হাসপাতালের কার্যক্রম। সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর প্রধান কারণ একটাই জনবল সংকট বলছেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও পাটগ্রামের সর্বস্তরের জনগণের দাবি, আগামী মাসের মধ্যেই যদি ডাক্তার সংকট সমাধান না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য থাকবেন তারা।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আব্দুর আকবর বিন আফসারের সভাপতিত্বে এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।