লালমনিরহাট আদিতমারী উপজেলার কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ফসলি জমিতে পাওয়া গেল গ্রেনেড। বাড়ির পাশে নিজের ফসলি জমিতে সেচ কাজের ড্রেন তৈরি করছিলেন আব্দুল আজিজ। এ সময় কোদালে হঠাৎ আনুমানিক ৫/৬শত গ্রাম গ্রেনেডটি উঠে আসে।
পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গ্রেনেডটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এটি মহান মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
কৃষক আব্দুল আজিজ বলেন, ‘ফসলি জমিতে সেচের জন্য পানি নিতে মাটি দিয়ে ড্রেন তৈরি করছিলাম। হঠাৎ কোদালে অজ্ঞাত এ বস্তুটি উঠে আসে। পরে গ্রামের লোকজনকে দেখালে তারা দেখে জানান যে এটি গ্রেনেড। পুলিশকে খবর দিলে তারা এসে গ্রেনেডটি নিয়ে যায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, ‘পরিত্যাক্ত গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল টিমকে খবর দেয়া হয়েছে।’
সকাল নিউজ/এসএফ


