বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অ্যান্টনি আজ শনিবার রাজধানী ক্যানবেরায় তার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ অত্যন্ত গোপনীয় ও ঘনিষ্ঠ পরিমণ্ডলে তার সঙ্গী জোডি হেইডনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

স্ট্রেলিয়ার গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে। হেইডন আর্থিক খাতে কাজ করেন। ২০২০ সালে মেলবোর্নে এক ব্যাবসায়িক নৈশভোজে আলবানিজের সঙ্গে পরিচিত হন। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের ১২৪ বছরের ইতিহাসে পদে থাকাকালীন প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী বিয়ে করলেন। এর আগে দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই।

দুপুরের ওই অনুষ্ঠানে প্রায় ৬০ জন অতিথির সামনে এক সিভিল সেলিব্রেন্ট বিয়ে সম্পন্ন করান। অতিথিদের মধ্যে ছিলেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো ও বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমে এর কোনো খবর প্রকাশিত হয়নি।
মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি।

আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।

এক যৌথ বিবৃতিতে দম্পতি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমাদের ভালোবাসা ও ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার ভাগ করে নিতে পেরেছি।’

৬২ বছর বয়সী অ্যান্টনি এক ছেলের বাবা এবং প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে দ্য লজেই ৪৬ বছর বয়সী হেইডনকে বিয়ের প্রস্তাব দেন আলবানিজ। তারা শুরুতে বড় পরিসরের বিয়ের পরিকল্পনা করেছিলেন, তবে এ বছরের মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে পরিকল্পনা বদলাতে হয়।

দেশজুড়ে জীবনযাত্রার ব্যয় সংকটের সময়ে বড়সড় বিয়ে সরকারের পুনর্নির্বাচনের সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা ছিল ক্ষমতাসীন লেবার পার্টির কৌশলবিদদের। তাই নির্বাচন শেষে বিয়ে করার সিদ্ধান্ত হয়। আলবানিজ জানিয়ে রেখেছিলেন, বিয়ে ২০২৫ সালে হবে, তবে তারিখ প্রকাশ করেননি। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। তথ্যসূত্র: এবিসি নিউজ।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version