রাজনীতির মঞ্চে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের। বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন তিনি।
অভিনয় অঙ্গনের মতো রাজনীতির মাঠেও দাপটের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। কিন্তু রাজনীতি এখন সেই ভাবে আর উপভোগ করতে পারছেন না কঙ্গনা। এর আগে বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন। আবারো সেই একই ইঙ্গিত দিলেন ।
যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত জানিয়ে কঙ্গনা বলেন, ‘রাজনীতি এমন একটা পেশা, যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও যদি সময়টা ব্যয় করেন, তাদের নিয়ে আবার মশকরা করা হয়।’
অন্য পেশায় থাকতে থাকতে যারা রাজনীতিতে আসেন, তাদের পরিস্থিতি মানুষের বোঝা উচিত বলে মনে করেন কঙ্গনা। এ অভিনেত্রী বলেন, ‘রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।’
উল্লেখ্য, কঙ্গনা বর্তমানে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সংসদ সদস্য। তবে ‘ইমার্জেন্সি’ সিনেমার পর তিনি আর কোনো কাজ করেননি। জানা গেছে, এবার নাকি তিনি হলিউডে পাড়ি দিচ্ছেন। কয়েক মাস আগে রাজনীতি নিয়ে কঙ্গনা দাবি করেছিলেন, সৎপথে রাজনীতি করে যা উপার্জন হয়, তা দিয়ে জীবনযাপন করা কঠিন।
তাই দরকার একটি চাকরি। অভিনয় থেকে রাজনীতির জগতে এসেছেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি একটা বিষয় বুঝেছি। একজন সংসদ সদস্যকে যে বেতন দেওয়া হয়, তাতে রাঁধুনি কিংবা গাড়ির চালককে বেতন দেওয়ার পর থাকে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা।’
সকাল নিউজ/এসএফ

