নিজ এলাকার জনগণকে দেয়া ওয়াদা ভেঙে অভিনয়ে ফিরছেন ঢালিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মাহিয়া মাহি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দা মাতাবেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তাদের নতুন সিনেমা ‘অন্তর্যামী’।
২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি। ভোটের মাঠে ব্যস্ত সেই সময়ে তিনি বলেছিলেন, ‘আমি আর সিনেমায় ফিরব না, এখন থেকে মানুষের সেবা করব।’ এবার সেই প্রতিজ্ঞা ভেঙে ফিরছেন নতুন রূপে, নতুন গল্পে।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে মাহি লিখেছেন, ‘প্রতিজ্ঞা ভাঙতে হয়, যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না। আমি ফিরছি, নিজের জন্য, সিনেমার জন্য।’ মাহি আরও বলেন,‘আমি এখন আগের চেয়ে অনেক শান্ত, পরিপক্ব। এই সিনেমায় আমি শুধু অভিনয় করব না, নিজের ভেতরের শক্তিটাকেও খুঁজে পাব।’
সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় মাহি অভিনীত ‘রাজকুমার’ যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের মায়ের চরিত্রে যা তার ক্যারিয়ারে ভিন্নধর্মী একটি অধ্যায়। এরপর ঘোষিত কয়েকটি সিনেমার কাজ শুরু না হওয়ায় মাহি কার্যত চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন। এরপর ২০২৪ সালের জুনে তিনি দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
অনেকেই ধরে নিয়েছিলেন, মাহির এটাই স্থায়ী প্রস্থান। কিন্তু সেই দেশ থেকেই শুরু হচ্ছে তার নতুন অধ্যায় ‘অন্তর্যামী’। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, ‘অন্তর্যামী’ হবে একেবারেই নারীপ্রধান অ্যাকশনধর্মী সিনেমা।
এ বিষয়ে তিনি বলেন, ‘এবার মাহি ফিরছে লেডি অ্যাকশন হিরো হিসেবে। পুরো গল্পটি ঘুরবে মাহি ও ৯ বছরের এক শিশুকে ঘিরে। এখানে কোনো নায়ক নেই। বরং একজন নারীর টিকে থাকার লড়াই, সাহস আর মানবিকতার গল্প ফুটে উঠবে।’
প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে ছবির শুটিং। এরপর থাইল্যান্ড ও বাংলাদেশেও হবে চিত্রায়ণ। সিনেমার অ্যাকশন পরিচালনায় থাকছেন কলকাতার কোরিওগ্রাফার বাবা যাদব।
জানা যায়, মাহির পূর্ববর্তী সিনেমা ‘অগ্নি ২’ এর গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ‘অন্তর্যামী’। এটি হবে এক্সট্রিম সারভাইভাল ঘরানার অ্যাকশন মুভি- ‘অগ্নি’-র চেয়েও বেশি চ্যালেঞ্জিং। এই প্রত্যাবর্তনের মাধ্যমে মাহি শুধু নিজেকে নয় বরং ঢালিউডে নারীপ্রধান সিনেমার সম্ভাবনাকেও নতুন করে আলোচনায় আনছেন।
সকাল নিউজ/এসএফ


