আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের চাত্রারপাড় শিংগিমারী নদী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করার দায়ে উপজেলার রহমানপুর এলাকার সেলিম আহমেদ (৩২) ও পানবাড়ী এলাকার শাফিউল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ অনুযায়ী প্রত্যেককে পনের দিনের বিানাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাসানের নের্তৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘আইন অমান্য করে এ ধরণের অবৈধ কর্মকাণ্ড বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।’

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version