জুলাই আন্দোলনে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ৫টি থানা ও গোয়েন্দা(ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিগত জুলাই আন্দোলনে হত্যাসসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের ৯জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নাশকতার কোন ধরনের খবর পাওয়া যায়নি বলেও জানান ডিবি ওসি সাদ আহমেদ।
সকাল নিউজ/এসএফ

