সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দীন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে শীর্ষ তিন পদেই বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

ঘোষিত ফলাফলে- ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

অপরদিকে, জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

চলুন দেখে নিই, ডাকসু নির্বাচনে কে পেলেন কত ভোট-

ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ঘোষিত চূড়ান্ত ফলাফলে জানা গেছে- ব্যালট নং ১ এর সহসভাপতি প্রার্থী আবদুল ওয়াহেদ পেয়েছেন ২৭ ভোট। ব্যালট নং ২ এর সহসভাপতি প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট। ব্যালট নং ৩ এর সহসভাপতি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। ব্যালট নং ৪ এর সহসভাপতি প্রার্থী আল আমিন ইসলাম পেয়েছেন ১০ ভোট। ব্যালট নং ৫ এর সহসভাপতি প্রার্থী আসিফ আনোয়ার অন্তিক পেয়েছেন ৫ ভোট। ব্যালট নং ৬ এর সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩৩৮৯ ভোট। ব্যালট নং ৭ এর সহসভাপতি প্রার্থী ছাদেক হোসেন পেয়েছেন ৩৯ ভোট। ব্যালট নং ৮ এর সহসভাপতি প্রার্থী জালাল আহমদ (জ্বালাময়ী জালাল) পেয়েছেন ৮ ভোট। ব্যালট নং ৯ এর সহসভাপতি প্রার্থী জাহিদ হাসান পেয়েছেন ১৭ ভোট। ব্যালট নং ১০ এর সহসভাপতি প্রার্থী তাহমিনা আক্তার পেয়েছেন ২৬ ভোট। ব্যালট নং ১১ এর সহসভাপতি প্রার্থী দ্বীন মোহাম্মদ সোহাগ (আলাদীন) পেয়েছেন ৬ ভোট। ব্যালট নং ১২ এর সহসভাপতি প্রার্থী মারজিয়া হোসেন জামিলা পেয়েছেন ৩৫ ভোট। ব্যালট নং ১৩ এর সহসভাপতি প্রার্থী মাহদী হাসান পেয়েছেন ৯ ভোট। ব্যালট নং ১৪ এর সহসভাপতি প্রার্থী মুহাম্মাদ আবু তৈয়ব (হাবিলদার) পেয়েছেন ১০ ভোট। ব্যালট নং ১৫ এর সহসভাপতি প্রার্থী মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ১২ ভোট। ব্যালট নং ১৬ এর সহসভাপতি প্রার্থী মো. আজগর ব্যাপারী পেয়েছেন ৬ ভোট। ব্যালট নং ১৭ এর সহসভাপতি প্রার্থী মো. জামাল উদ্দীন (খালিদ) পেয়েছেন ৫০৩ ভোট। ব্যালট নং ১৮ এর সহসভাপতি প্রার্থী মো. শাফি রহমান পেয়েছেন ৬ ভোট। ব্যালট নং ১৯ এর সহসভাপতি প্রার্থী মো. বিনইয়ামীন মোল্লা পেয়েছেন ১৩৬ ভোট। ব্যালট নং ২০ এর সহসভাপতি প্রার্থী মো. আতাউর রহমান শিপন পেয়েছেন ৫ ভোট। ব্যালট নং ২১ এর সহসভাপতি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট। ব্যালট নং ২২ এর সহসভাপতি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪০৪২ ভোট। ব্যালট নং ২৩ এর সহসভাপতি প্রার্থী মো. আবুল হোসাইন পেয়েছেন ৭ ভোট। ব্যালট নং ২৪ এর সহসভাপতি প্রার্থী মো. ইয়াছিন আরাফাত পেয়েছেন ৬২ ভোট। ব্যালট নং ২৫ এর সহসভাপতি প্রার্থী মো. উজ্জল হোসেন পেয়েছেন ৬ ভোট। ব্যালট নং ২৭ এর সহসভাপতি প্রার্থী মো. নাইম হাসান পেয়েছেন ২৪ ভোট। ব্যালট নং ২৮ এর সহসভাপতি প্রার্থী মো. নাছিম উদ্দিন পেয়েছেন ২ ভোট। ব্যালট নং ২৯ এর সহসভাপতি প্রার্থী মো. ফয়সাল আহমেদ পেয়েছেন ৪ ভোট। ব্যালট নং ৩০ এর সহসভাপতি প্রার্থী মো. মুদাব্বীর রহমান পেয়েছেন ৩ ভোট। ব্যালট নং ৩১ এর সহসভাপতি প্রার্থী মো. রাসেল মাহমুদ পেয়েছেন ৭ ভোট। ব্যালট নং ৩২ এর সহসভাপতি প্রার্থী মো. সুজন হোসেন পেয়েছেন ১ ভোট। ব্যালট নং ৩৩ এর সহসভাপতি প্রার্থী মো. সোহানুর রহমান পেয়েছেন ২ ভোট। ব্যালট নং ৩৪ এর সহসভাপতি প্রার্থী মো. হাবিবুল্লাহ পেয়েছেন ২ ভোট। ব্যালট নং ৩৫ এর সহসভাপতি প্রার্থী মো. হেলালুর রহমান পেয়েছেন ৩ ভোট। ব্যালট নং ৩৬ এর সহসভাপতি প্রার্থী মোসা. জান্নাতী বুলবুল পেয়েছেন ৬ ভোট। ব্যালট নং ৩৭ এর সহসভাপতি প্রার্থী যায়েদ বিন ইকবাল পেয়েছেন ৭ ভোট। ব্যালট নং ৩৮ এর সহসভাপতি প্রার্থী রাকিবুল হাসান পেয়েছেন ২ ভোট। ব্যালট নং ৩৯ এর সহসভাপতি প্রার্থী রাসেল হক পেয়েছেন ১ ভোট। ব্যালট নং ৪০ এর সহসভাপতি প্রার্থী রাহুল দেব রায় পেয়েছেন ২০ ভোট। ব্যালট নং ৪১ এর সহসভাপতি প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ পেয়েছেন ৮ ভোট। ব্যালট নং ৪২ এর সহসভাপতি প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩৮৮৩ ভোট। ব্যালট নং ৪৩ এর সহসভাপতি প্রার্থী শাহ্ জামাল সায়েম পেয়েছেন ৩ ভোট। ব্যালট নং ৪৪ এর সহসভাপতি প্রার্থী শেখ তাসনিম আফরোজ (ইমি) পেয়েছেন ৬৮ ভোট। ব্যালট নং ৪৫ এর সহসভাপতি প্রার্থী সুমিত সেন পেয়েছেন ১৪ ভোট।

এদিকে, ব্যালট নং ১ এর সাধারণ সম্পাদক প্রার্থী আরাফাত চৌধুরী পেয়েছেন ৪০৪৪ ভোট। ব্যালট নং ২ এর সাধারণ সম্পাদক প্রার্থী আল সাদি ভূঁইয়া পেয়েছেন ২৭১ ভোট। ব্যালট নং ৩ এর সাধারণ সম্পাদক প্রার্থী এনামুল হাসান অনয় পেয়েছেন ৭৫ ভোট। ব্যালট নং ৪ এর সাধারণ সম্পাদক প্রার্থী এস, এম, ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। ব্যালট নং ৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ৮৪ ভোট। ব্যালট নং ৬ এর সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪৯৪৯ ভোট। ব্যালট নং ৭ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. নাইম ইসলাম পেয়েছেন ৩৮ ভোট। ব্যালট নং ৮ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. আশিকুর রহমান পেয়েছেন ৫২৬ ভোট। ব্যালট নং ৯ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ মাসুম পেয়েছেন ৫৪ ভোট। ব্যালট নং ১০ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. খায়রুল আহসান মারজান পেয়েছেন ১৬৩ ভোট। ব্যালট নং ১১ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবু বাখের মজুমদার পেয়েছেন ২১৩১ ভোট। ব্যালট নং ১২ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার পেয়েছেন ৩৭ ভোট। ব্যালট নং ১৩ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. নিয়াজ মাখদুম পেয়েছেন ৬ ভোট। ব্যালট নং ১৪ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. রকিবুল হাসান মুন্না পেয়েছেন ২৪ ভোট। ব্যালট নং ১৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. শরিফুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ১৩ ভোট। ব্যালট নং ১৬ এর সাধারণ সম্পাদক প্রার্থী মো. সম্রাট ইসলাম পেয়েছেন ১৬ ভোট। ব্যালট নং ১৭ এর সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট। ব্যালট নং ১৮ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইয়াদুল বাশার পেয়েছেন ৯ ভোট। ব্যালট নং ১৯ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১৪৮ ভোট।

এ ছাড়া ব্যালট নং ১ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী অদিতি ইসলাম পেয়েছেন ৩৬৭ ভোট। ব্যালট নং ২ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আকাশ বিশ্বাস ইমু পেয়েছেন ২২২ ভোট। ব্যালট নং ৩ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আরমানুল হক পেয়েছেন ১৮৬ ভোট। ব্যালট নং ৪ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আরমানুল হক পেয়েছেন ১৮৬ ভোট। ব্যালট নং ৫ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট। ব্যালট নং ৬ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আহনাফ হোসেন চৌধুরী আদিল পেয়েছেন ৮৩ ভোট। ব্যালট নং ৭ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী জাহেদ আহমদ পেয়েছেন ২৪২ ভোট। ব্যালট নং ৮ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট। ব্যালট নং ৯ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী পেয়েছেন ৩০০৮ ভোট। ব্যালট নং ১০ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ হোসেন পেয়েছেন ৩৬৬ ভোট। ব্যালট নং ১১ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেহা শারমিন (এ্যানি) পেয়েছেন ৫০১ ভোট। ব্যালট নং ১২ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেহা শারমিন (এ্যানি) পেয়েছেন ৫০১ ভোট। ব্যালট নং ১৩ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মাহিউদ্দীন আবিদ পেয়েছেন ২৫৩ ভোট। ব্যালট নং ১৪ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১৭৭২ ভোট। ব্যালট নং ১৫ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. আশিকুর রহমান জীম পেয়েছেন ৭৯৬ ভোট। ব্যালট নং ১৬ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহরিয়ার নাফিস পেয়েছেন ৬৭ ভোট। ব্যালট নং ১৭ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. আহম্মেদ হাশেমী দেশ পেয়েছেন ৭১ ভোট। ব্যালট নং ১৮ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১৫১১ ভোট। ব্যালট নং ১৯ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. হাসিবুল ইসলাম (হাসিব আল-ইসলাম) পেয়েছেন ৫০০ ভোট। ব্যালট নং ২০ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. জুবাইরুল হাসান পেয়েছেন ৭০ ভোট। ব্যালট নং ২১ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার (মহিউদ্দিন রনি) পেয়েছেন ১১৩৭ ভোট। ব্যালট নং ২২ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. মুস্তাকিম বিল্লাহ রাকিব পেয়েছেন ৭৭ ভোট। ব্যালট নং ২৩ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী রাকিবুল ইসলাম পেয়েছেন ২৭৭ ভোট। ব্যালট নং ২৪ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সানজানা আফিফা (অদিতি) পেয়েছেন ৩৭৩ ভোট। ব্যালট নং ২৫ এর সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ মো. সামীর ফাইয়াজ পেয়েছেন ২১১ ভোট।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১নং ব্যালট প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ৯৭৯ ভোট। ব্যালট নং ২ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ সালেহীন অয়ন পেয়েছেন ১১৭০ ভোট। ব্যালট নং ৩ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী আয়ান আব্দুল্লাহ পেয়েছেন ১০৫০ ভোট। ব্যালট নং ৪ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ২৪৭০ ভোট। ব্যালট নং ৫ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী আলিফ ইমরান লিবন পেয়েছেন ৫০৬ ভোট। ব্যালট নং ৬ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পেয়েছেন ১১৩৭ ভোট। ব্যালট নং ৭ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী ছাজিদ রহমান পেয়েছেন ২৩৭ ভোট। ব্যালট নং ৮ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী নূমান আহমাদ চৌধুরী পেয়েছেন ১৭৭৬ ভোট। ব্যালট নং ৯ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন ১০৬৩১ ভোট। ব্যালট নং ১০ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম পেয়েছেন ১০৫৭ ভোট। ব্যালট নং ১১ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী মাহামুদ শিকদার পেয়েছেন ৩৬১ ভোট। ব্যালট নং ১২ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী মাহামুদ শিকদার পেয়েছেন ৩৬১ ভোট। ব্যালট নং ১৩ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী মেহেরাজ মাহমুদ আলভী পেয়েছেন ২৩৬ ভোট। ব্যালট নং ১৪ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী মো. হৃদয় আহম্মেদ পেয়েছেন ৫০৪ ভোট। ব্যালট নং ১৫ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী মো. আবু সাঈদ পেয়েছেন ১৭৪২ ভোট। ব্যালট নং ১৬ এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী মোজাম্মেল হক পেয়েছেন ১৩৩৬ ভোট। ব্যালট নং ১৭ এর ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী শাহাদাৎ হোসেন পেয়েছেন ২৭৩ ভোট।

অন্যদিকে, ব্যালট নং ১ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান পেয়েছেন ১৩৩৪ ভোট। ব্যালট নং ২ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আহমাদ হাসান তালহা পেয়েছেন ৩৯১ ভোট। ব্যালট নং ৩ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আহাদ বিন ইসলাম শোয়েব পেয়েছেন ৪২৭৩ ভোট। ব্যালট নং ৪ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী জুয়াইরিয়া আক্তার পেয়েছেন ৬৭১ ভোট। ব্যালট নং ৫ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী ফাতিন ইশরাক পেয়েছেন ২০২১ ভোট। ব্যালট নং ৬ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী ফারহান লাবীব পেয়েছেন ৫২৬ ভোট। ব্যালট নং ৭ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী মো. এহসানুল ইসলাম পেয়েছেন ২৩৭৩ ভোট। ব্যালট নং ৮ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী মো. শাকিব খান পেয়েছেন ১৩৩৯ ভোট। ব্যালট নং ৯ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী মো. সজীব হোসেন পেয়েছেন ৫১৩ ভোট। ব্যালট নং ১০ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী মো. রিয়াজ মৃধা পেয়েছেন ৫৩৫ ভোট। ব্যালট নং ১১ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী মো. ইকবাল হায়দার পেয়েছেন ৭৮৩৩ ভোট। ব্যালট নং ১২ এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী মো. মমিনুল ইসলাম (বিধান) পেয়েছেন ৩২০০ ভোট।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১নং ব্যালট প্রার্থী উম্মে ছালমা পেয়েছেন ৯৯২০ ভোট। ব্যালট নং ২ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী মো. চেমন ফারিয়া ইসলাম মেঘলা পেয়েছেন ২৭০২ ভোট। ব্যালট নং ৩ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী জেইসান বকুল রিয়া (জেরী) পেয়েছেন ৯৫৫ ভোট। ব্যালট নং ৪ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী তাজিন মোহাম্মদ আলবি পেয়েছেন ৬৬১ ভোট। ব্যালট নং ৫ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী নূজিয়া হাসিন (রাশা) পেয়েছেন ১৮৭০ ভোট। ব্যালট নং ৬ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী ফারজানা আক্তার (মিতু) পেয়েছেন ১১২০ ভোট। ব্যালট নং ৭ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী মিতু আক্তার পেয়েছেন ২২৪০ ভোট। ব্যালট নং ৮ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী মো. আরিফুল ইসলাম পেয়েছেন ৭৫৩ ভোট। ব্যালট নং ৯ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী মোছা. জাকিয়া আক্তার পেয়েছেন ২৬০ ভোট। ব্যালট নং ১০ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী সাদিয়া তাবা সুম তামান্না পেয়েছেন ১০৪৯ ভোট। ব্যালট নং ১১ এর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী সুর্মী চাকমা পেয়েছেন ৪৪৮২ ভোট।

এদিকে, আন্তর্জাতিক সম্পাদক পদে ১নং ব্যালট প্রার্থী আকিব হাসান পেয়েছেন ১০৯১ ভোট। ব্যালট নং ২ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী ইমরান মিয়া (সাদমান) পেয়েছেন ৭৫০ ভোট। ব্যালট নং ৩ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী এইচ. এ. এম. ফাহিম কবির পেয়েছেন ৪৭৪ ভোট। ব্যালট নং ৪ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী জসীমউদ্দিন খান (খান জসীম) পেয়েছেন ৯৭০৬ ভোট। ব্যালট নং ৫ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী তাসনিম বিন মাহফুজ পেয়েছেন ১১৪১ ভোট। ব্যালট নং ৬ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী নাফিজ বাশার আলিফ পেয়েছেন ১৫৬৩ ভোট। ব্যালট নং ৭ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মুস্তাকীম মাহমুদ রাহীম পেয়েছেন ৭৯৫ ভোট। ব্যালট নং ৮ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মেহেদী হাসান পেয়েছেন ৩২৩১ ভোট। ব্যালট নং ৯ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মো. শাকিব মাহামুদ পেয়েছেন ৬০৪ ভোট। ব্যালট নং ৯ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মো. শাকিব মাহামুদ পেয়েছেন ৬০৪ ভোট। ব্যালট নং ১০ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মো. আতাউর রহমান (অপু) পেয়েছেন ৫৯৫ ভোট। ব্যালট নং ১১ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মো. তোফাজ্জল হক আকাশ পেয়েছেন ৫৭৪ ভোট। ব্যালট নং ১২ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মো. মো. নাঈমুদ্দীন পেয়েছেন ৭২৫ ভোট। ব্যালট নং ১৩ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ২১৬ ভোট। ব্যালট নং ১৪ এর আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাকিব পেয়েছেন ৩৯২২ ভোট।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version