অস্ট্রেলিয়ার সাথে আসন্ন সিরিজে ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হচ্ছে শুভমন গিলকে। ভারতের সাবেক পেসার অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল শনিবার আহমেদাবাদে বৈঠক করে এবং এ সিদ্ধান্ত নিয়েছে।
যেখানে শনিবারই গিলের নেতৃত্বে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে টেস্ট জিতেছে। ২৬ বর্ষী গিল এখন টেস্টের সাথে ওয়ানডে অধিনায়ক, টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই আনুষ্ঠানিক নেতৃত্বের ভূমিকা থাকবেন।
অপরদিকে, প্রায় সাতমাস পর ওয়ানডে দলে ডাক পাওয়া রোহিত শর্মা দলে থাকছে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে। ৩৮ বর্ষী রোহিত ২০১৭ সাল থেকে ভারতের ওয়ানডে অধিনায়কত্ব করেছেন। তিনি ২০১৮ এবং ২০২৩ সালে এশিয়া কাপ শিরোপা এনে দেন। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে।
রোহিত এবং বিরাট কোহলি দুজনই টেস্ট এবং টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সাতমাস পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটি দিয়ে আবারও মাঠে ফিরছেন তারা। গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে খেলবেন দুই অভিজ্ঞ ব্যাটার।
সকাল নিউজ/এসএফ