চলতি মৌসুমে উড়তে থাকা রিয়ালের জয়রথ থামল লজ্জাজনক এক হারে। যেখানে এই মৌসুমে একটি ম্যাচও হারেনি জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ। সেখানে লজ্জার হার হতবাকআর হতাশায় ডুবিয়েছে রিয়াল ভক্তদের।
শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জাভি আলোনসোর দলকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যা ঘটেনি ৭৫ বছরেও। ওয়ান্দা মেত্রোপলিতানোয় নগর প্রতিদ্বন্দ্বীদের পেয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
ঘরের মাঠে এই জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। একটি করে গোল করেন রবিন লে নরম্যান্ড, আলেক্সান্ডার সরলথ এবং বদলি হিসেবে নামা আন্তোনি গ্রিজম্যান। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলার।
ম্যাচের ১৪ মিনিটে নরমান্ডের গোলে অ্যাটলেটিকো লিড পায়। ২৫ মিনিটে এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। ৩৬ মিনিটে সফরকারীদের লিড এনে দেন গুলার। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান সরলথ। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।
কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল শুধুই অ্যাটলেটিকো। পেনাল্টি ও দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন জুলিয়ান আলভারেজ। এরপর যোগ করা সময়ে গ্রিজম্যানের গোলে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
বড় পরাজয়ের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে অ্যাটলেটিকো ।
সকাল নিউজ/এসএফ