এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এরই মধ্যে ২ ম্যাচ জিতে সুপার ফোরে এক পা প্রায় দিয়েই রেখেছে লঙ্কানরা। আর আফগানিস্তান জিতলে কোনো সমীকরণ ছাড়াই তাদেরও নিশ্চিত করবে সুপার ফোর। তবে এখানেই শেষ নয়। সুপার ফোর নিশ্চিত হতে পারে বাংলাদেশেরও। এজন্য আজ শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সোনায় সোহাগা লিটন মুস্তাফিজদের জন্য।
কারণ, আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত। যে কারণে, নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজ শ্রীলঙ্কাকে সাপোরট করবেন।
সবমিলিয়ে বলা যায়, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব-নিকাশ। আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দিলেই কোনো সমীকরণ ছাড়াই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে বাধবে সমস্যা।
সমীকরণটা এমন যে, যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৫০ রান তোলে, তবে আফগানিস্তানকে সেটা ১১.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে সুপার ফোর নিশ্চিতের জন্য। আবার আফগানিস্তান ১৫০ করলে, শ্রীলঙ্কাকে ৮৪ রানের নিচে গুটিয়ে দিতে হবে, তাহলেই বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে।
অর্থাৎ, এই সমীকরণে বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জয়ী হোক। তবে শ্রীলঙ্কা যদি হারে, সেটা বড় ব্যবধানেন হতে হবে । আজ বূহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শুরু হওয়া এই হাইভোল্টেজ ম্যাচটার দিকে তাই চোখ রাখবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।