বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচনে অংশ নেবেন বলে বেশ কিছুদিন থেকে গুঞ্জন চলছে। এমনকি তিনি পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন এমন খবরও ছড়িয়েছে।
এমন আলোচনার মুখে শচীনের পক্ষে তার প্রতিষ্ঠান এক বিবৃতি দিয়ে বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছে। তিনি বিসিসিআই নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সংশ্লিষ্ট সকলকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় বিশ্বাস না করার অনুরোধ করছি।’
আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ নীতি নির্ধারণী বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ার কথা রয়েছে।
শচীনের পরিচালিত প্রতিষ্ঠান এসআরটি (শচীন রমেশ টেন্ডুলকার) স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বিবৃতি দিয়ে বলেছে, ‘আমাদের নজরে এসেছে যে, শচীন টেন্ডুলকার বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন বা প্রেসিডেন্ট পদের জন্য তাকে মনোনীত করা হয়েছে বিষয়ক কিছু প্রতিবেদন হয়েছে এবং গুজব ছড়িয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, এই তথ্যের পুরোপুরি বানোয়াট।’
শচীনের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন ভিত্তিহীন জল্পনায় কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে। এর আগে বিসিসিআই-এর সভাপতি ছিলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী পেসার রজার বিন্নি।
গঠনতন্ত্র অনুযায়ী তার বয়স ৭০ বছর পেরিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ায় সেক্রেটারি পদে দেবজিৎ সাইকিয়া দায়িত্ব নেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, আগামী বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও কোষাধাক্য পদে নির্বাচন হবে। তবে বর্তমান সেক্রেটারি দেবজিৎ, জয়েন্ট সেক্রেটারি রোহান দেশাই এবং কোষাধাক্য প্রভতেজ সিং ভাটি পুনরায় দায়িত্বে থেকে যেতে পারেন। কেবল নির্বাচন হবে প্রেসিডেন্ট পদের জন্য।
সকাল নিউজ/এসএফ