লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যেন ফুটবল বিপ্লব ঘটে গেছে। এই বয়সেও একের পর এক শিরোপা উপহার দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এই ফুটবল জাদুকর। সেই ধারাবাহিকতায় মেসির জোড়া অ্যাসিস্টে এবার প্রথমবারের মতো গতকাল মায়ামি এমএলএস কাপ–ও জিতে নিয়েছে।
দলগতভাবে আগেই সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। সেই সংখ্যাটিকে এবার তিনি ৪৮–এ পরিণত করলেন। এমএলএস কাপের হিসাবটা একটু জটিল। দুটি ভিন্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থানধারীরা পরস্পর সিরিজে মুখোমুখি হয়। সেখানেও আধিপত্য দেখিয়ে ফাইনালে উঠেই ইস্টার্ন কনফারেন্সের ট্রফি জেতে মায়ামি। এবার পুরো এমএলএসেরই শ্রেষ্ঠত্বের মুকুট উঠল ফ্লোরিডার ক্লাবটির মাথায়। হাভিয়ের মাশ্চেরানোর দল ৩-১ গোলে টমাস মুলারদের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়েছে।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে গতকাল রাতে প্রায় সমান তালেই লড়েছে মায়ামি ও ভ্যাঙ্কুভার। তবে গোল ব্যবধানটাই ম্যাচের ফল গড়ে দেয়। যেখানে মাত্র ৮ মিনিটেই ফুলব্যাক এডিয়ার ওকাম্পোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ভ্যাঙ্কুভার। এরপর ম্যাচ ফিরতে তাদের ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে আলি আহমেদের সেই গোল যেন আরও তাতিয়ে দেয় মায়ামিকে। এরপর ৭১ মিনিটে মপসির বডিগার্ড খ্যাত রদ্রিগো ডি পলের গোলে লিড নেয়। এরপর যোগ করা সময়ে মায়ামির বড় জয় নিশ্চিত করেন তাদেও আলেন্দে। মায়ামির করা দুটি গোলেই বলের যোগান দেন সর্বকালের সেরা খেলোয়ার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সকাল নিউজ/ এমএম

