লালমনিরহাটের পাটগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নেতাকর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রা শেষে উপজেলার শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে এ সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওলামা দল পাটগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল মালেক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন ওলামা দলের জেলা শাখার আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পাটগ্রাম উপজেলা ওলামা দলের সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম এবং পৌর ওলামা দলের সভাপতি রেজোয়ান হোসেন হিমন ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা নুরুল হুদাকে নির্বাচিত করা হয়।
সকাল নিউজ/এসএফ