বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে। তবে জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসুতে এবার ২৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ছাত্রদল ভিপি, জিএস, এজিএসসহ ২৭ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
জুলাই অভ্যুত্থানে আহত হওয়া শিক্ষার্থী সানজিদা আহমেদ গত সোমবার ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন জমা দেন। সানজিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন জানাচ্ছে ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
এদিকে ছাত্রদলের পাশাপাশি তন্বির সম্মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বামপন্থি ছাত্রসংগঠনের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ এই পদটিতে প্রার্থিতা ঘোষণা করেনি।
তবে সম্মান দেখিয়ে পদ ছেড়ে দেওয়ার বিষয়ে সানজিদা আহমেদ গণমাধ্যমকে বলেন, যেসব সংগঠন তাকে সম্মান জানিয়েছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে তিনি লড়াই করেই জিততে চান বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করে
ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল শাখার আহŸায়ক শেখ তানভীর বারী হামিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বাক তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।