সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে এসেছে, তুরস্কে ইসরায়েলের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক।

জরিপ অনুযায়ী, ৯৩ শতাংশ তুর্কি নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখে। বিপরীতে, মাত্র ৪ শতাংশ মানুষ দেশটির প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং তুরস্কের জনগণের ঐতিহাসিক সহানুভূতির কারণেই এমন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version