দীর্ঘ প্রায় দুই দশকের বিরতির পর আবারও শুরু হচ্ছে দেশের প্রথম প্রতিভা অনুসন্ধানমূলক রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচারিত জনপ্রিয় এ প্রতিযোগীতারে অডিশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর।

আঞ্চলিক পর্যায়ের এই বাছাইপর্ব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় অডিশনে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। অডিশন প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত সেদিনের কার্যক্রম অব্যাহত থাকবে। আবেদনকারীদের নির্দিষ্ট তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে জানা যাবে।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে দুটি শাখা: ‘ক’ শাখা (৬-১১ বছর) এবং ‘খ’ শাখা (১১-১৫ বছর)।

ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ জেলা) এবং ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা) এর আঞ্চলিক অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরায় অনুষ্ঠিত হবে।

ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে ফরিদপুর শিশু একাডেমিতে।

ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা জেলা) এবং ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর জেলা) এর আঞ্চলিক অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা) এর আঞ্চলিক অডিশন সিলেট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে রংপুর শিল্পকলা একাডেমিতে। রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা) এর আঞ্চলিক অডিশন দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে রাজশাহী শিল্পকলা একাডেমিতে। রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে বগুড়া শিল্পকলা একাডেমিতে।

খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা) এর আঞ্চলিক অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল জেলা) এর আঞ্চলিক অডিশন যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা) এর আঞ্চলিক অডিশন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর জেলা) এবং বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে বরিশাল শিল্পকলা একাডেমিতে (পৃথক বুথ)।

চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা) এর আঞ্চলিক অডিশন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায়। চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা) এর আঞ্চলিক অডিশন অনুষ্ঠিত হবে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে।

এছাড়া, ঢাকা বিভাগের বিভাগীয় অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র রামপুরা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমি, সিলেট বিভাগের বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমি, রংপুর বিভাগের বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমি, রাজশাহী বিভাগের বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমি, খুলনা বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমি, বরিশাল বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version