সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সময়ের সাথে পাল্লা দিয়ে যেমনি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তেমনি বাড়ছে মৃত্যুও। একথায় ভয়াবহ পনিস্থিতিতে রূপ নিচ্ছে ডেঙ্গু। রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
চলতি সময়ের অতঙ্ক- এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন।
একইভাবে খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৭৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৮৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
এই সময়ে বরিশাল বিভাগে ২৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
সকাল নিউজ/এসএফ