নানান অভিযোগ, উদ্বেগ আর উৎকণ্ঠা ফেরিয়ে বারবার সময় বাড়িয়ে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
ঘোষিত জাকসুর আনুষ্ঠানিক ফলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির প্যানেল থেকে জয়ী হয়েছেন মো. মাজহারুল ইসলাম ।
নির্বাচনে সহসাধারণ সম্পাদক (এজিএস-ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও সহসাধারণ সম্পাদক (এজিএস-ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জাকসুর নবনির্বাচিত শীর্ষ চার নেতা।
জানা যায়, ভিপি পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত মাজহারুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন এক হাজার ২৩৮
সহসাধারণ সম্পাদক (এজিএস) (পুরুষ) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান পেয়েছেন ২ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী জিয়া উদ্দিন আয়ান পেয়েছেন ২ হাজার ১৪ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) (নারী) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন এক হাজার ৮৩৬ ভোট।
এ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে বিজয়ী প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটসংখ্যা সকাল নিউজের পাঠকদের জন্য নিচে দেয়া হলো-
শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা উসামা (শিবির প্যানেল)- ২৪২৮
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)- ২৮১১
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)- ১৯০৭
সাংস্কৃতিক সম্পাদক- মুহিব্বুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)- ২০১৮
সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)- ১৯৮৬
নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)- ১৯২৯
ক্রীড়া সম্পাদক- মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)- ৫৭৭৮
সহ-ক্রীড়া সম্পাদক [নারী]- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)- ১৯৭৬
সহ-ক্রীড়া সম্পাদক [পুরুষ]- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)- ২১০৫
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)- ২৪৩৬
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)- ১৬৯০
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)- ২৯৬৬
সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান [শিবির প্যানেল)- ২৪৪২
স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)- ২৬৫৩
পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)- ২৫৫৯
কার্যকরী সদস্য-
পুরুষ-১: চিশতি- ২৪১৪ ভোট
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)- ১৮৪৪
পুরুষ-৩: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল) – ১৭৪৬
নারী-১: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)- ৩০১৪
নারী-২: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)- ২৭৫০
নারী-৩: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)- ২৪৭৫
সকাল নিউজ/এসএফ