দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

ভোটে অংশ নিচ্ছে মোট ৮টি প্যানেল- বাম, ডান, মধ্যপন্থী ও স্বতন্ত্রদের সমন্বয়ে গঠিত হয়েছে প্যানেল। প্রায় ১২ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নিজ নিজ হলে স্থাপিত ২১টি কেন্দ্রে।

এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল, সম্মিলিত শিক্ষার্থী সম্মিলনের আবদুর রশিদ জিতু, সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ ও ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. শেখ সাদী হাসানের মধ্যে।

এ ছাড়া ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাব্বী হোসেন, সোহানুর রহমান, মো. আবদুল মান্নান, মো. রাব্বী হোসেন ও মো. মাহফুজুল ইসলাম। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন সমন্বিত শিক্ষার্থী জোটের মো. মাজহারুল ইসলাম, সম্মিলিত শিক্ষার্থী সম্মিলনের মো. শাকিল আলী, শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম ও ছাত্রদল সমর্থিত প্যানেলের তানজিলা হোসাইন বৈশাখী। এই পদে নির্বাচনে অংশ নিচ্ছেন আবু রায়হান কবির রাসেল, মো. শরণ এহসান, জাহিদুল ইসলাম, মো. তানবীর হোসেন।

এদিকে প্রার্থিতা বাতিল হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সম্প্রীতির অমর্ত্য রায়। পাশাপাশি শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।
কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নয়জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক পদে ছয়জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আটজন, সাংস্কৃতিক সম্পাদক পদে আটজন, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে আটজন, নাট্য সম্পাদক পদে পাঁচজন ও ক্রীড়া সম্পাদক পদে তিনজন।

এ ছাড়া সহকারী ক্রীড়া সম্পাদক পদে ছয়জন, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সাতজন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আটজন, সহকারী সমাজসেবা সম্পাদক (নারী) পদে সাতজন, সহকারী সমাজসেবা সম্পাদক (পুরুষ) পদে সাতজন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে সাতজন, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সাতজন।
নির্বাহী সদস্য (নারী) পদে ১৬ জন ও নির্বাহী সদস্য (পুরুষ) পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে হল সংসদে ছাত্রদের ১১টি হলে ১৬৫টি পদের বিপরীতে ৩১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬১টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

৭টি পদে কেউ মনোনয়ন জমা না দেওয়ায় সেগুলো শূন্য থাকবে। বাকি ৯৭টি পদে ভোট গ্রহণের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন। অন্যদিকে ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে মাত্র ৩৪টি পদে ভোট হবে। ৫৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর বাকি ৫৮টি পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় সেগুলো শূন্য থাকবে। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।

জাকসু নির্বাচন কমিশন গত ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের প্রচারণার সময় নির্ধারণ করে দিয়েছিল। এ সময়ে স্বতন্ত্র ও দলবদ্ধভাবে প্যানেলের মাধ্যমে প্রচারণা করতে দেখা যায় প্রার্থীদের।

এবারের নির্বাচনে অংশগ্রহণ করা প্যানেলগুলো হলো- গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থীদের তিনটি ও স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেল।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version