দেশে ‘মবোক্রেসি’ তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব ঘটনা কঠোর হাতে দমন করতে হবে।’
আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিছু গণমাধ্যমকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এসব ঘটনা পূর্বপরিকল্পিত হলেও প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘এ সময় কেন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো? দেশে মবোক্রেসি তৈরি হওয়া সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। বাংলাদেশে বিশৃঙ্খল জনতার মবোক্রেসি দেখার কোনো ইচ্ছা নেই।’
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ ও মতভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও দেশপক্ষের অবস্থান নিতে হবে।’
এ সময় তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি সবার সহযোগিতা চায়। কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্য নয়। অতীতের ভুলগুলো পেছনে ফেলে সামনে এগোতে চাইলেও ফ্যাসিবাদের সময়কাল ভুলে যাওয়ার সুযোগ নেই।’
সকাল নিউজ/এসএফ


