রাজনীতির মাঠে হার না মানা অপ্রতিরোধ্য জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) হাদির মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ছাড়বে। এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল শনিবার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের রেসিডেন্ট ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হাদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, হাদীর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে তার স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।
অপরদিকে, ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। একই সাথে দেশের বিভিন্ন এলাকায় আদির মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশের পাশাপাশি ছাত্র-জনতা বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।
সকাল নিউজ/এসএফ


