চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য হয়েছে মন্তব্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘চাঁদাবাজি বললেই বুঝা যায় কোন দল। টেম্পু স্ট্যান্ডের কথা বললেই একটি দলকে বুঝা যায়।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী জিএস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ছাত্র যুব ও নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
রাকসু ভিপি বলেন, ‘রংপুরের পিছিয়ে পড়া জেলাগুলোকে বঞ্চিত করা হয়েছে। তিস্তার পানির ন্যায্যা হিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। কৃষিখাতে নানা ভাবে বঞ্চিত করা হয়েছে। তিস্তার পানি বার বার দিতে চেয়েও দেয়া হয় নি। নানা রকম বঞ্চনা করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি’র নেতারা নিজেদের পকেট পুরেছে। জনগণের জন্য কিছুই করেনি।’
বিএনপি’র সমালোচনা করে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘তোমারা তোমাদের কেন্দ্রীয় নেতাদের থামাও। যারা জিয়ার আদর্শ বলে ইসলাম বিদ্বেষী করে। ইসলামকে আঘাত দিলে তোমাদের নিজের জনশক্তিগুলো তোমাদের ছেড়ে চলে যাবে। জিয়ার আদর্শ মানে ইসলাম বিদ্বেষী নয়।’
তিনি আরও বলেন, সংগ্রাম করতে করতে আমরা জীবন শেষ করব। জুলাই বিপ্লবের আগে আমাদের ২৩৪ জন ভাইকে শহীদ করেছে। আমরা মৃত্যুকে ভয় করি না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না।’ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লালমনিরহাট-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। লালমনিরহাট ৩ আসনের জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মওলনা হাবিবুর রহমান, জেলা ছাত্র শিবির সভাপতি আশরাফুল আলম সলেহীন, ককালীগঞ্জ উপজেলা জামায়াত সভাপতি মওলনা রুহুল আমিন, সেক্রেটারি জয়নাল আবেদীন ও জেলা যুব ও কর্ম পরিষদের সভাপতি মওলনা আব্দুল মান্নান প্রমুখ।
সকাল নিউজ/এসএফ


