রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। শয্যাপাশে থাকা স্বজন কিংবা চিকিৎসকদের ডাকে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। কথা বলার চেষ্টাও করছেন। তাকে এখন তরল খাবার দেয়া হচ্ছে। গত তিন-চারদিনের চেয়ে এ পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা।
মেডিকেল বোর্ড সূত্রে গতকাল রোববার রাতে এ তথ্য জানা গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন গ্রহণ কিছুটা ভালো। শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া সম্ভব হবে।
এদিকে আজ চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি তারা চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তিনদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।
তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত জানানোর পর সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে সে ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা বর্তমানে খালেদা জিয়ার নেই বলে চিকিৎসকদের বরাত দিয়ে গত শনিবার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনদিন ধরে ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। তাদের কাছ থেকেই আমি শুনেছি যে ওনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি। তার মানে ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন, আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন। এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।’
দলীয় প্রধানের শারীরিক অবস্থা বিবেচনায় বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে জাজানিয়ে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। এর মধ্যে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটময়।
সকাল নিউজ/এসএফ


