ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইসিসি প্রধানের সাথে দেখা করেছেন আমিরাতের প্রধান আলোচক মোহাম্মদ আল-খুলাইফি। গত সপ্তাহে কাতারের ভূখণ্ডে ‘নজিরবিহীন’ হামলার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের সাথে দেখা করেছে কাতার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কাতারের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘আমিরাতের প্রধান আলোচক মোহাম্মদ আল-খুলাইফি গত বুধবার হেগে আইসিসি’র প্রেসিডেন্ট বিচারক তোমোকো আকানের সাথে দেখা করেছেন।’

তিনি বলেছেন, ‘কাতারের ওপর ইসরাইলের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে আইসিসি প্রতিটি আইনি ও কূটনৈতিক উপায় অবলম্বন করছে।’

গত সপ্তাহে কাতারভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো প্রাণঘাতি ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় দেশগুলোতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, এসব দেশগুলো দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল।

হামাস জানিয়েছে, ২০১২ সাল থেকে মার্কিন আশীর্বাদে কাতারে আশ্রয় নেওয়া তাদের রাজনৈতিক ব্যুরোর শীর্ষ কর্মকর্তারা হামলায় বেঁচে গেছেন। তবে তারা জানিয়েছে, কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরায়েলের আক্রমণকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন এবং আরও বলেছেন, এটি ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন’।

আইসিসি’র পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে কাতার নিজে আদালতে মামলা দায়ের করতে পারে না। কিন্তু দোহায় জরুরি আলোচনার পর আরব ও ইসলামিক ব্লকগুলো সোমবার তাদের সদস্যদের ‘ইসরায়েলকে তার কর্মকাণ্ড অব্যাহত রাখতে বাধা দেওয়ার জন্য সম্ভাব্য সকল আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের’ আহ্বান জানিয়েছে।

আইসিসি প্রধানের সাথে সাক্ষাতের পর এক্সে-এক পোস্টে আল-খুলাইফি বলেছেন, তার এই সফর ‘কাতার রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ ইসরাইলি সশস্ত্র আক্রমণের জবাব দেওয়ার জন্য আইনি পথ অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত দলের কাজের অংশ’।

গত বছর, আইসিসি মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করে। যার মধ্যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করা এবং যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা।

আইসিসি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফকে গ্রেপ্তারেরও আহ্বান জানিয়েছে। তবে হামাসের এই নেতা ইসরায়েলি হামলায় নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version