লালমনিরহাটের পাটগ্রামে নতুন ‘চতুরবাড়ী’ বিজিবি ক্যাম্পের উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
এ সময় তিনি বলেন, ‘আস্থা ও নিরাপত্তা’ এই মূলনীতিকে ধারণ করে বিজিবির সদস্যরা দিন-রাত প্রতিকূল পরিবেশে দেশের সীমানা পাহারা দিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর আওতায় নবনির্মিত এ ক্যাম্প উদ্বোধনকালে কমান্ডার আরও বলেন, ‘সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে এই নতুন ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো গুজব বা ভ্রান্ত তথ্য ছড়ালে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে যথাযথভাবে যাচাই-বাছাই করা যায়।’ সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবির তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় দুইশ কিলোমিটার সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করছে ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)। পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্তে ব্যাটালিয়নের অধীনে ধবলগুড়ি ও খারিজাজোংড়া নামে দুটি ক্যাম্প থাকলেও ক্যাম্প দুটির দূরত্ব বেশি হওয়ায় নজরদারিতে সমস্যা দেখা দিত।
এতে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নেওয়ার চেষ্টা করত। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে চতুরবাড়ী এলাকায় নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এবং ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ ছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
সকাল নিউজ/ এসএফ


