পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের বক্তব্য ও বিবৃতি প্রচার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়েছে।

পোস্টে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির বরাত দিয়ে দণ্ডিত আসামিদের বক্তব্য-বিবৃতি প্রচারে উদ্বেগ জানিয়ে সতর্ক করা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে বলে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ন করছে বলে জানানো হয়।

এনসিএসএ জানিয়েছে, এসব মাধ্যমে ঘৃণামূলক ও জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচারিত হচ্ছে, যা সহিংসতা তৈরি করছে এবং জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। পা শাপাশি এ ধরনের কনটেন্ট ব্যাপকভাবে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পরও তার বিভিন্ন বক্তব্য ও বার্তা ডিজিটাল মাধ্যমে প্রচার করা হচ্ছে। ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর ২০২৫ তারিখে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। ৪৫৩ পৃষ্ঠার ওই রায়ে তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ রয়েছে।

এনসিএসএ বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামির এসব বক্তব্য সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং ‘কল ফর ভায়োলেন্স’-এর মতো সরাসরি সহিংসতার শঙ্কা তৈরি করছে। দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসসহ অপরাধমূলক কার্যক্রমের নির্দেশনাও এসব বক্তব্যে পাওয়া যাচ্ছে বলে দাবি সংস্থাটির।

আইনের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, সাইবার স্পেসে ঘৃণামূলক বা বিদ্বেষমূলক তথ্য প্রচার, সহিংসতা উসকে দেওয়া বা অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর সংশ্লিষ্ট ধারাগুলোও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। সেগুলো হলো-

৪। (১) যদি বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাহিরে এই অধ্যাদেশের অধীন কোনো অপরাধ সংঘটন করেন যাহা বাংলাদেশে সংঘটন করিলে এই অধ্যাদেশের অধীন দণ্ডযোগ্য হইত, তাহা হইলে এই অধ্যাদেশের বিধানাবলি এই রূপে প্রযোজ্য হইবে যেন উক্ত অপরাধটি তিনি বাংলাদেশেই সংঘটন করিয়াছেন।

৮(২) যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তথ্য উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে বিশ্বাস করিবার কারণ থাকে যে, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ক্ষুণ্ন করে, ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য, যাহা সহিংসতা তৈরির উদ্বেগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করে, তাহা হইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উক্ত তথ্য-উপাত্ত অপসারণ বা ব্লক করিবার জন্য বা, ক্ষেত্র মত, স্থানান্তরের জন্য মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে বা প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসিকে অনুরোধ করিতে পারিবে।

অপরাধ ও দণ্ড (সাইবার স্পেসে বিদ্বেষমূলক তথ্য প্রকাশ, ইত্যাদির অপরাধ ও দণ্ড রয়েছে)
২৬। (১) যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে বা ছদ্ম পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে অবৈধ প্রবেশ করিয়া এমন কোনো কিছু সাইবার স্পেসে প্রকাশ বা প্রচার করেন বা করান, যাহা ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য এবং যাহা সহিংসতা তৈরি বা উদ্বেগ সৃষ্টি করে বা বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা করে, তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।

(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

বিবৃতির শেষে এনসিএসএ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করে জানায় যে, প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাপরিচালকের মাধ্যমে ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে বিটিআরসিকে কনটেন্ট অপসারণ বা ব্লক করার অনুরোধ জানানো হবে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version