ভয়ানক গর্ত, খানাখন্দ আর ধূলায় আচ্ছন্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কোথাও ছোট, কোথাও বড় গর্ত; কোথাওবা খানাখন্দ ভরাটের নামে ইট বিছিয়ে সাময়িক জোড়াতালি।
নিম্নমানের কার্পেটিংয়ের কারণে সড়কের মাঝখানে তৈরি হয়েছে উঁচু ঢিবি। ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় গাড়ি চলাচলের সময় ধুলোবালি উড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। অথচ, এই সড়ক দিয়েই প্রতিবেশি দেশ ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম চলে।
জেলার পাঁচ উপজেলার প্রধান যোগাযোগের মাধ্যম এই লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটি যুক্ত হয়েছে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে। প্রতিদিন শত শত ট্রাক, বাস ও ছোট-বড় যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু দিন দিন এটি হয়ে উঠছে চলাচলের অযোগ্য। কোথাও বড় গর্ত, কোথাও বিটুমিন উঠে গেছে, আবার কোথাও ইট বিছিয়ে দেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
মহাসড়কের ভোটমারী এলাকার প্রায় এক কিলোমিটার অংশে ঠিকাদারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছে। যানবাহন চললেই ধুলো-বালিতে ঢেকে যায় পুরো এলাকা, যেন ঘন কুয়াশা নেমে এসেছে। এতে চালক, যাত্রী ও আশপাশের বাসিন্দারা নিত্যদিন চরম দুর্ভোগে পড়ছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ চিঠি চালাচালির পর তারা অবশেষে কাজ শুরু করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট সড়ক ও জনপথ বিভােগর উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক।
সকাল নিউজ/এসএফ

