লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (২৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত বেলাল হোসেন পাটগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড বেংকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সরেওর বাজার এলাকার পাটগ্রাম- লালমনিরহাট মহাসড়ক হয়ে ভুট্টা বোঝাই একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল।
এ সময় সরকারেরহাট ফাঁড়ি সড়ক সংযুক্ত মহাসড়কের অর্ধাংশে দুইটি বালু বোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। ওই ফাঁড়ি সড়ক হয়ে আসতে থাকা পাটগ্রামগামী মোটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লালমনিরহাটগামী ট্রাকটি।
এতে ঘটনাস্থলেই বেংকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যায়। এ সময় একই এলাকার আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তি আহত হয়।
এ সময় ঘাতক ট্রাকটি রাস্তার পাশে রাখা আরো তিনটি মোটরসাইকেলকে পিষে দেয়। সেখানে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারি চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মহাসড়কে দুইটি ট্রাক দাঁড়িয়ে থাকায় ও বিপরীত পাশের ফাঁড়ি সড়ক হয়ে আসতে থাকা মোটরসাইকেল দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ছাড়াও আরো তিনটিসহ চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। আমরা ট্রাকটি আটক করেছি। চালক ও তার সহকারি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সকাল নিউজ/এসএফ